• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩২ রাত ০২:২৯:১৬ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাঙ্গলকোটে মিশুক ছিনতাইয়ের ঘটনায় আটক ১

১২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:৫২

সংবাদ ছবি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা নাঙ্গলকোটে যাত্রী সেজে রাতের আঁধারে মিশুক ছিনতাইয়ের চেষ্টা কালে ড্রাইভারকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে ।

১১ আগস্ট সোমবার রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির করপাতি প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ নাজিম হোসেন দিদার নামে একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। আটক নাজিম হোসেন একই উপজেলার মান্দ্রা হাশিরপাড় গ্রামের খোরশেদ আলমের ছেলে।

আহত মিশুক ড্রাইভার শহিদুল্লা (৫৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তিনি উপজেলার আদ্রা গ্রামের আহছান উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাইন থেকে যাত্রী হয়ে আটককৃত দিদার ও ভোলাইন গ্রামের রাসেল সহ আরও কয়েকজন মিশুকটি ভাড়া করে করপাতি গ্রামে নির্জন সড়কে নিয়ে ড্রাইভারকে জোরপূর্বক হাত-পা বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এ সময়  ড্রাইভার শহিদুল্লার  একটি আঙুল আলাদা হয়ে যায়। এ ঘটনায় শহিদুল্লার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দিদারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি  এ কে ফজলুল হক বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। এ বিষয়ে মামলা হয়েছে। আমার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
গলাচিপায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু
১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:২৫