• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৪৭:৩০ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে ব্যাটারির কারখানায় অভিযান, ২ মাসের কারাদণ্ড

৩ মার্চ ২০২৫ বিকাল ০৩:১০:২৯

সংবাদ ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে ব্যাটারির পানি উৎপাদন, বাজারজাত করণ করার দায়ে একটি কারখানায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়েছে।

২মার্চ রোববার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে ‘রয়েল ব্যাটারি’ নামের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন শ্রীপুরের সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল। 

এ সময় ৮০০ কনটেইনার ব্যাটারির পানি জব্দ করা হয়। এবং এ সময় কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টুকেও গ্রেফতার করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বিএসটিআই আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, দীর্ঘ এক দশক ধরে সংঘবদ্ধ একটি চক্র নামিদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল ব্যাটারির পানি তৈরি ও বাজারজাত করে আসছিলেন। হ্যামকো, ভলবো, নাভানাসহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির নামের মোড়ক লাগিয়ে প্রতারণা করে আসছিলেন, যা ব্যবহার করে প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা।

এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, নকল ব্যাটারির পানি তৈরি ও বাজারজাত করে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল। এছাড়া শিশু শ্রমিকদেরকেও এ কাজে নিয়োজিত করা হতো, যা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
পাখির যত্ন কীভাবে নিবেন? রইল কিছু টিপস
২১ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৮:০৫