• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ রাত ০৯:২২:২৩ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় মদিনাতুল উলুম মাদরাসার সালানা জলসা অনুষ্ঠিত

১৭ মে ২০২৪ সকাল ০৮:০৯:১৩

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদরাসা হেফজ ও এতিমখানার সালানা জলসা ও প্রাক্তন সুপার মাওলানা মনছপ আলী নঈমীর (রহ:) বার্ষিক ওরশ শরীফ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে বুধবার বিকাল তিনটায় শুরু হওয়া সভা শেষ হয় রাত সাড়ে ১১টার দিকে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই মাহফিলে আগত ধর্মীয় বক্তারা মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আদর্শ সমাজ ও জাতি গঠনে মাদরাসা শিক্ষার বিকল্প নেই।

সভায় সভাপতিত্ব করেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মো. ওবাইদুল মোস্তফা নঈমী (মা.)। উদ্বোধক ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাফর।

প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক এরশাদ মাহমুদ। ধর্মীয় আলোচনা করেন আল্লামা হাসান রেজা আল কাদেরী ও মাওলানা মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী। স্বাগত বক্তব্য দেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক জিগারুল ইসলাম জিগার। অতিথি ছিলেন মাদরাসার সাবেক সভাপতি মো. ইলিয়াছ চৌধুরী, উত্তর পদুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা, মাওলানা আবদুল হামিদ নঈমী, মাওলানা আজিজুল হক আল কাদেরী, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা আ.ন.ম. আনিসুর রহমান, মাওলানা মুহাম্মদ আবুল কালাম তালুকদার, মাওলানা হাফেজুর রহমান, মাওলানা হাকিম উদ্দিন নঈমী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ নূরী, মাদরাসার স্থায়ী দাতা সদস্য মুহাম্মদ জাফর উল্লাহ, মো. নুরুল আজিম, মুহাম্মদ ইয়াছিন তালুকদার প্রমুখ। সভায় মাদরাসা থেকে হাফেজ সম্পন্নকারী ৪ কোরআনে হাফেজকে দস্তরবন্দী ও সনদ প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩