• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:০৫:৩৭ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লায় ভাঙা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

১০ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৪২:৫৫

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় এখন যেন মৃত্যুফাঁদ। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আটকে পড়ছে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন।

এ দুর্ভোগের অবসান চেয়ে ১০ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় মানববন্ধনে দাঁড়ান ফতুল্লাবাসী।

‘সচেতন নাগরিক সমাজ ফতুল্লা’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন। সবার দাবি একটাই এ সড়কটি দ্রুত সংস্কার করতে হবে।

মানববন্ধনে বক্তারা জানান, খানাখন্দে ভরা এই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন দুর্ঘটনায় আহত হচ্ছেন পথচারী ও যাত্রীরা। যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না। এতে শিক্ষা, কাজ ও দৈনন্দিন জীবন সবই ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, ভাঙা রাস্তার কারণে শ্রমিকরা সময়মতো কাজে যোগ দিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা এবং গার্মেন্ট মালিকরা। শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্ষতি হচ্ছে অর্থনীতিরও।

মানববন্ধনে বক্তব্য দেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম, হাফিজুল হক, সালাউদ্দিন মামুন, মেজবাউল হক মারুফ, সুমন আহম্মেদ, মোশারফ হোসেন, ব্রাদার্স ক্লাবের এডমিন সাইফুল ইসলাম সজিব, বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান পাপ্পু, মুরাদ হাসান, নুসরাত হাজান কলি, রাফিনা তাহের প্রমুখ।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ