• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:২৮:৩৮ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ আটক হওয়া বিএনপির দুই নেতাকে বহিষ্কার

১১ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৭:৩৩

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এস.এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক টি.এইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কৃত হওয়া এস এম আসলাম শ্রমিকদলের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি পদে এবং তোফা থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক পদে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আসলাম ও তোফাকে বহিষ্কার করা হয়েছে। এটা সঠিক।

উল্লেখ্য, এরআগে ৬ আগস্ট রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির অভিযোগে ডিবি এবং থানা পুলিশের তাদের গ্রেফতার করে।  দুইজনকে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ