• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৫২:২২ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

ব্যাংক ও বীমা

হোটেল রেডিসন ব্লুর সঙ্গে আস্থা লাইফের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

১০ মে ২০২৩ বিকাল ০৪:৩৯:৫০

সংবাদ ছবি

হোটেল রেডিসন ব্লুর সঙ্গে আস্থা লাইফের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

জ. ই বুলবুল: সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন’ এবং ‘আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১০ মে বুধবার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মাধবী মিটিং রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি (অবঃ) এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল লুৎফুল কবির ভূঁইয়া, পিএসসি (অবঃ) এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ইভিপি ও গ্রুপ ইন্স্যুরেন্স ডিভিশনাল চিফ ডাঃ মোঃ আশরাফুল হক এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ক্লাস্টার জেনারেল ম্যানেজার ডিউকো ইভারেন ডি ভ্রিজ।

এসময় উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের কর্মকর্তা ও কর্মচারীগণ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবনের ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।

উল্লেখ্য, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ নেতৃত্বের দিক নির্দেশনায় জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে সর্বোচ্চ আস্থা, স্বচ্ছতা, কমপ্লায়েন্স, প্রতিশ্রুতি রক্ষা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে ইতোমধ্যে বীমা শিল্পে উদীয়মান রোল মডেল হিসেবে সুপরিচিতি লাভ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯