• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৩০:৪৫ (15-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে দুঃস্থ পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ

৬ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:০৪:১৬

সংবাদ ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের বিশেষ বরাদ্দ থেকে অসহায় ও দুঃস্থ ২৫ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও প্রত্যেক পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।

৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে চেক ও টিন তুলে দেন এমপির প্রতিনিধি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাপা সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক কাজী ময়নুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু ছাইদ, জাপা নেতা আতিকুর রহমান সাজু প্রমুখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু ছাইদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে এমপির বিশেষ বরাদ্দ ছিল এটি। ২৫টি অসহায় ও দুঃস্থ পরিবারকে দুই বান করে ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

চেক ও ঢেউটিন পেয়ে ইসতিয়াক আহমেদ, আকলিমা খাতুন, রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, কাজী বাবু, আবিদা খাতুন, আরিফ গুড্ডু ও চুন্নি বলেন, আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের মত অসহায় ও গরীবদের সহযোগিতা করার জন্য। সেই সঙ্গে এমপি আহসান আদেলুর রহমান আদেল ও তাঁর প্রতিনিধি কাজী ময়নুল ইসলামের দীর্ঘায়ু কামনা করি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক কাজী ময়নুল ইসলাম বলেন, এমপি আহসান আদেলুর রহমান আদেল একজন সহজ সরল মানুষ। তাঁর নির্বাচনী এলাকা নীলফামারী- ৪, সৈয়দপুর ও কিশোরগঞ্জ। তিনি মোট একশ বান্ডিল টিন বরাদ্দ পেয়েছেন। সেখান থেকে সৈয়দপুরে ৫০ বান্ডিল ও কিশোরগঞ্জে ৫০ বান্ডিল সমানভাগে বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে খুন
১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০২:৪০

সংবাদ ছবি
সাতক্ষীরায় সেনা অভিযানে তিন মাদক কারবারি আটক
১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৫২:১৮