• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১০:৫৯:০৮ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে ককটেল বিস্ফোরণ

১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৩৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাটের ধুমিহায়াতপুরে বসত বাড়ির পেছনের কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫-২০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

১৫ সেপ্টেম্বর সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুরহাট ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের আঘাতে উঠে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, হঠাৎ ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পায়। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫-২০টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতঙ্কিত। আমাদের ধারণা আমার এলাকার আল-আমিন এসব ককটেল এখানে মজুদ করেছে।

স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ভোররাতে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পরে কবরস্থানে গিয়ে দেখি পাশে থাকা একটি দেয়াল উঠে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশে-পাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ২০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুদ রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। কারা এই ককটেল মজুদকারী তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭