• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ১০:২৪:১৬ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে যুবককে নৃশংসভাবে হত্যা

২৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:২৪:৪৭

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে মো. রুবেল (৩৫) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।

২৭ আগস্ট বুধবার গভীর রাতে পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হারুয়ালছড়ি ইকোপার্ক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. রুবেল স্থানীয় রফিকুল ইসলাম ও নার্গিস আক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সন্ত্রাসীরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের গলা কেটে হত্যা করে। পরে বাম হাতের কব্জির একটি অংশ কেটে ফেলে, অণ্ডকোশ কর্তন করে এবং বাম পায়ে কোপ দেয়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাতে হঠাৎ চিৎকার শুনে আমরা ছুটে আসি। কিন্তু ঘরে ঢুকে দেখি রুবেলের রক্তাক্ত দেহ পড়ে আছে। এমন ভয়ংকর দৃশ্য আগে কখনো দেখিনি।’

এ সময় রুবেলের সঙ্গে থাকা মো. মোরশেদ (২৮) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি।                         
রুবেলের মা নার্গিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে এভাবে মেরে ফেলল কারা, এখনো জানতে পারিনি।

স্থানীয়দের দাবি, হারুয়ালছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। রুবেলও কিছুদিন আগে একটি বিরোধে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছে কয়েকজন প্রতিবেশী। এ ছাড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সংবাদ পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এলাকায় পুরোনো বিরোধের সূত্র ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
পটুয়াখালীতে জারি গানে জলবায়ু আন্দোলনের ডাক
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০২:৫৪



সংবাদ ছবি
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত অনেকে
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৩৬:৩৯

সংবাদ ছবি
বিদেশি ঋণ বেড়ে রেকর্ড ১১২ বিলিয়ন ডলার
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৩০:৫৯


সংবাদ ছবি
বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:২২:২৩

সংবাদ ছবি
নিক্সনের উসকানিতে ভাঙ্গায় সহিংসতা: পুলিশ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:১৮:২৩