• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৪৪:৩৯ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চোরাই পথে পশু আমদানি করলে ব্যবস্থা নেয়া হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

৯ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১১

সংবাদ ছবি

সাভার প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রাষ্ট্র কোনোভাবেই কাউকে পরশু আমদানি করার অনুমতি দেয়নি। তবে রাতের আধাঁরে কী ঘটছে সেটা ঠেকাবেন কীভাবে? তবে সীমান্ত রক্ষী বাহিনী তা রোধে কঠোর অবস্থানে আছে। আমরা সামাজিক ক্যাম্পেইন করছি, সব প্রস্তুতিও নিয়েছি। এরপরও কেউ চোরাই পথে পশু আমদানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

৯ জুন রোববার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়নের জন্য গবেষণা কর্মসূচি প্রণয়নে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে দেশে গবাদি পশুর চাহিদা রয়েছে এক কোটি সাত লক্ষ, এর বিপরীতে প্রস্তুত রয়েছে এক কোটি ৩০ লক্ষ পশু। দেশেই প্রায় ২২ লক্ষ পশু বাড়তি প্রস্তুত রয়েছে।

এর আগে, বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট হলরুমে ২০২৪-২৫ অর্থবছর বাস্তবায়নের লক্ষ্যে গবেষণা কর্মসূচি প্রণয়নে অংশীজনদের মতামত পরামর্শ গ্রহণের জন্য বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালা ২০২৪ এর উদ্বোধন করেন মন্ত্রী।

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিএলআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯