• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:১৩:০৪ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ২য় জাতীয় চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৪ রাত ০৮:১৩:০৫

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটে ২য় জাতীয় চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি সোমবার সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে সারাদেশ থেকে প্রাপ্ত অংশগ্রহণকারীদের আঁকা ছবি থেকে বাছাইকৃত সেরা বিজয়ী ও নির্বাচিত ১০০টি ছবি নিয়ে দিনব্যাপী এ চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিশুদের আঁকা ছবি পরিদর্শন করেন এবং মন্তব্য খাতায় অনুভূতি ব্যক্ত করেন।

এ উপলক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা।

সভায় শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ ও চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক লায়লা আর্জুমান বানু ও মোসাম্মৎ নাসরিন আক্তার এবং জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ।  

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের স্মার্ট হতে হবে। আজকের শিশুরাই হবে আগামীর দেশ গড়ার মূল কারিগর তাই তাদের শিক্ষা-দীক্ষার মাধ্যমে আগামীর দেশ পরিচালনার জন্য প্রস্তুত করতে হবে। পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নীতি-নৈতিকতা অর্জন করে শিশুদের আদর্শ নাগরিক হতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনে মনোযোগ দেওয়ার জন্য পরিবারের প্রতিও তাগিদ দেন বক্তারা।  

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় বারোশ’ শিশু উপস্থিত ছিল। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার!
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:০২:৫৬



সংবাদ ছবি
নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:০৭

সংবাদ ছবি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩১:২১

সংবাদ ছবি
স্পিডবোট ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩০:৪১

সংবাদ ছবি
ইবিতে মার্কেটিং ক্লাবের নেতৃত্বে কানন-সিফাত
১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:৩৬