• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৫২:৪৬ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে একই আসনে স্বামী-স্ত্রীর দুজনের মনোনয়নই বৈধ

৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:২৫:৩৮

সংবাদ ছবি

নরসিংদী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে  সিরাজুল ইসলাম মোল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার স্ত্রী ফেরদৌসী ইসলাম। সাবেক সংসদ সদস্য  সিরাজুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী ফেরদৌসী ইসলাম দু'জনই স্বতন্ত্র প্রার্থী। একই আসনে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে।

৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর আগে গত ২৯ নভেম্বর এবং ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ্ মো. সজীবের  কাছে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন স্বামী ও স্ত্রী।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসী ইসলাম বলেন, আমি শিবপুরের পরিস্থিতির কারণে প্রার্থী হয়েছি। শিবপুরের জনগণের জন্য কাজ করে যাওয়ার জন্যই আমি অংশগ্রহণ করেছি। নির্বাচিত হতে পারলে শিবপুরকে একটি উন্নত উপজেলা করার লক্ষ্যে আমি কাজ করবো।

এ বিষয়ে বক্তব্য নিতে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগ ছাড়াও আর অন্যান্য দলীয় ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এর পর দিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

জেলা নির্বাচন অফিসার বদিউল আলম বলেন, সিরাজুল ইসলাম এবং তার স্ত্রী শিবপুর আসনে যাচাই-বাছাইপর মনোনয়ন পত্র বৈধ বলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯