• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩০:৩৪ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

২৪ নভেম্বর ২০২৩ সকাল ১১:৫০:৪২

সংবাদ ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। ২৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় সদর উপজেলার ভূল্লী-গড়েয়া রোডের তুরুকপথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুরের শুক্কুর আলীর ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ২৩ নভেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার ভূল্লী-গড়েয়া রোডের তুরুকপথা নামক স্থানে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যায়। এ সময় অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪