• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:২৭:৫২ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সন্ত্রাসী হামলার শিকার গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মুকুল

৩ নভেম্বর ২০২৩ সকাল ০৯:০১:৫১

সংবাদ ছবি

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জিএস মো. মোকবল হোসেন (মুকুল)কে কিল-ঘুষি, লাথি ও ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে একাধিক মামলার আসামী ও স্থানীয় কথিত স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুন্নবীর বিরুদ্ধে।  

এ ঘটনায় ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নুরনবী ও অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দেন চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ গেইটে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আহত ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আহত ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল বলেন, ‘আমি উপজেলা পরিষদের ভেতরে জরুরি কাজে যাচ্ছিলাম। এমন সময় স্থানীয় এমপি রাজি ফখরুলের আশ্রিত ক্যাডার নুরুন্নবী আমার গতিপথ রোধ করে। কোনো কিছু না বলেই এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে ও ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা করে। তাকে প্রত্যক্ষদর্শীরা নিবৃত্ত করার চেষ্টা করতে এলেও ব্যর্থ হয়। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরুন্নবীর মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯