• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:১২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:১২ (20-May-2024)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে লাইনচুতের ঘটনাস্থল পরিদর্শন করলেন রেলপথমন্ত্রী

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ২৩ মার্চ শনিবার বেলা ১২টায় ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।এ সময় মন্ত্রী বলেন, নাঙ্গলকোটে ট্রেন লাইনচ্যুত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আমরা সহযোগিতা করবো।তিনি বলেন, বিএনপির সময়ে রেলের কোনো উন্নতি ঘটেনি, তখন গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে লোক ছাঁটাই করা হয়েছিল, রেলের সম্পদ লুট করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ডবল লাইনসহ রেলের অনেক উন্নয়ন করেছে, রেলে নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের উন্নয়নে আরো সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন।এখানের এ দুর্ঘটনায় যাদের অবহেলা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তীমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রেলপথমন্ত্রী।এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রনালয় বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একে এম ফজলে করিম এমপি, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিকুর রহমান এমপি, নুরুন্নাহার বেগম এমপি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, রেলের ডিজি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমূল হাছান ভূইয়া বাছির প্রমুখ।উল্লেখ্য, নাঙ্গলকোটের হাসানপুর গুনবতী রেল স্টেশনের তেজের বাজার সংলগ্ন উরকুটি ও শিহর গ্রামের মধ্যবর্তী বেঙ্গী ব্রিজের উপর গত ১৭ মার্চ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।