• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই কার্তিক ১৪৩১ রাত ১১:৪৬:৪৫ (02-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই কার্তিক ১৪৩১ রাত ১১:৪৬:৪৫ (02-Nov-2024)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ১ রাতে ৮ মৃত মানুষের কঙ্কাল চুরি

স্টাফ  রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে দুটি গোরস্তানের আটটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সকালে স্থানীয়রা কবর খুঁড়তে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারে। নতুন করে কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কঙ্কাল চুরি ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হবে বলে জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ।২৫ অক্টোবর শুক্রবার রাতের কোন এক সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের মৃধা বাড়ি ও প্রমাণিক বাড়ির দুটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।চুরি হওয়া কঙ্কালের মৃত ব্যক্তিরা হলেন- তেলিহাটি গ্রামের সিরাজুল ইসলাম মৃধা (৮০), হৃদয় মিয়া (২৫), শামসুল আলম মৃধা (৬৫), আলী মিয়া (৩০), তনয় মিয়া (৩২), শাহজাহান (৪৫), আবুল হোসেন (৩২) ও স্থানীয় আলী হোসেনের মা।নিহতের স্বজনদের মধ্যে আশরাফুল ইসলাম জানান, আমাদের পারিবারিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে। নিহত আলী হোসেনকে ৩৮ দিন আগে দাফন করা হয়, শাজাহানকে চার বছর আগে দাফন করা হয়, আলী হোসেনের মাকে সাত মাস পূর্বে দাফন করা হয়, তনয় খানকে ১০ মাস আগে দাফন করা হয়েছে এবং আবুল হোসেনকে আনুমানিক দু’বছর পূর্বে দাফন করা হয়েছিল।স্থানীয় বাসিন্দা ডা. মোবারক হোসেন বলেন, শুক্রবার রাতের কোন এক সময় আমাদের এলাকার দুটি পারিবারিক কবরস্থান থেকে আটটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নেয়া হয়েছে। শনিবার সকালে স্থানীয়রা কবর খুঁড়া দেখে একে একে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হয়। এতে আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি স্থানীয়রা জানানোর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কঙ্কাল চুরি রোধে পুলিশি টহল জোরদার করা হবে।