বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি আর নেই
বিনোদন ডেস্ক: টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি মারা গেছেন। ১২ আগস্ট মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টালিপাড়ায় নেমে আসে শোকের ছায়া।ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার ক্যানসার ছিল এবং বুকে পেসমেকারও বসানো হয়েছিল। এ ছাড়াও একটি কিডনি অচল ছিল। নিজের চিকিৎসার খরচ চালানোর জন্য নানা শারীরিক সমস্যা সত্ত্বেও অভিনয়ের কাজ চালিয়ে গিয়েছেন। তবে শেষ ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।প্রায় ৭০ বছর ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। মূলত থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। পরে তিনি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন।‘ঠগিনী’, ‘আমি সে ও সখা’সহ বেশ কিছু সিনেমাতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।মাসে তার ওষুধ বাবদ প্রায় ২০ হাজার টাকা খরচ হতো। পাশাপাশি দামি দামি সব ইনজেকশন নিতে হতো। তবে এই চিকিৎসার খরচ তিনি নিজেই বহন করতেন। মেয়ে বিবাহিত হওয়ায় দেখাশোনায় সীমাবদ্ধতা থাকলেও সহকর্মী ও প্রযোজকদের সহযোগিতা তিনি পেয়েছিলেন।অন্যদিকে, এই ধারাবাহিকের আরও এক অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় বাসন্তী চট্টোপাধ্যায়কে সাহায্য করার আবেদন জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেটা দেখে এক সময়ে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও টলিপাড়ার বহু শিল্পী তার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। মৃত্যুর সময় বাড়িতে তার পাশে ছিলেন গৃহসহায়িকা, যিনি দীর্ঘদিন ধরে তার যত্ন নিয়েছেন।