• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:৩৩ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:৩৩ (20-May-2024)
  • - ৩৩° সে:

নীলফামারীতে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি লাল পতাকা মিছিল ও পথসভা করেছে। ৩০ সেপ্টেম্বর শনিবার নীলফামারী জেলা শাখার উদ্যোগে ‘রুখো আমেরিকা রুখো বিএনপি-জামায়াত, জঙ্গিবাদী ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারাবাহিকতায় উন্নয়ন অগ্রগতি এগিয়ে নাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাল পতাকা মিছিল, লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নীলফামারী জেলা শাখার সভাপতি তপন কুমার রায়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবেদ আলী।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ডিমলা উপজেলা শাখা সাধারণ সম্পাদক সোহেল হোসেন এবং নীলফামারী জেলা শাখার সদস্য রুহুল আলম মাষ্টার ।এ সময় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও মার্কিন সাম্রাজ্যবাদ ও চরম ডানপন্থী শক্তি তৎপর হয়ে উঠেছে মর্মে অভিযোগ করেন। এসময় সভাপতি তপন কুমার রায় আরও বলেন, গত কয়েক মাস যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র এবং এদেশীয় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপি-জামায়াত-হেফাজতসহ চরম ডানপন্থী দলগুলো একজোট হয়েছে। তিনি দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপি, জামায়াত ও সাম্রাজ্যবাদী বর্গীদের হানা রুখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেশপ্রেমিক শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান।আলোচনা সভা শেষে লাল পতাকা মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরস্থ বাটার মোড় প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়।