• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:১৩ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:১৩ (20-May-2024)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে ইছামতী নদীতে নৌকা বাইচের আয়োজন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা এলাকায় ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয় সমাজসেবক কামাল হোসাইন এ প্রতিযোগিতার আয়োজন করেন।৫ আগস্ট শনিবার বিকেলে দেওতলা থেকে হাসনাবাদ পয়েন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে, ছোটবড় মিলে প্রায় ৮ থেকে ১০ টি নৌকা অংশ গ্রহণ করে।বিকেলে বান্দুরা হাসনাবাদ ও নয়নশ্রী গ্রামের ইছামতী নদীর ২ পাড়ে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ক। দোহার ও নবাবগঞ্জ ছাড়াও আপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাইচ দেখতে পরিবার পরিজন নিয়ে ভীড় করে দর্শনার্থীরা।  নৌকা বাইচকে ঘিরে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে বসেছে গ্রাম্য মেলা। মেলায় বসেছে হরেক রকমের খাবারের দোকান। বাইচ দেখতে এসে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পাশাপাশি বাইচের ঐতিহ্যবাহী মিষ্টান্নের (আমিত্তি) দোকানগুলোতে ভীড় দেখা গেছে চোখে পড়ার মত।এছাড়া শত বছরের প্রতিযোগিতা গ্রামবাংলায় ধরে রাখায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান আগত দর্শনার্থীরা।নৌকা বাইচ আয়োজনের উদ্যোক্তা ও কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও মোহাম্মদ কামাল হোসাইন এশিয়ান টিভি অনলাইনকে বলেন, প্রায় ৩৫ বছর আগে এ গ্রামে নৌকা বাইচের নিয়মিত আয়োজন করা হতো। এরপর আর কেউ উদ্যোগ নিয়ে এ আয়োজন করেনি। গ্রামের শত বছরের এ প্রতিযোগিতা ধরে রাখতেই আশপাশের এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজন করা সম্ভব হয়েছে। গ্রাম বাংলার এ ঐতিহ্য ধরে রাখতে আগামিতেও এ আয়োজন অব্যাহত রাখতে চাই।এদিকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে ১ টি মোটরসাইকেল এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর তুলে দেয়া হয়।