৯ বছর পর শুভশ্রীর কাছাকাছি দেব, প্রথম কী কথা হলো তাদের?
বিনোদন ডেস্ক: ৯বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'। ৪ আগস্ট সোমবার কলকাতার নজরুল মঞ্চে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চে অবশেষে একসঙ্গে ধরা দিলেন দেব-শুভশ্রী। যাদের একসঙ্গে দেখার জন্য ভক্তরা এক প্রকার ব্যাকুল হয়ে উঠেছিল, তাদের সেই চাহিদা পূরণ করলেন এই জুটি।এদিন দেবের পরনে ছিল কালো স্যুট, চোখে রোদ চশমা। আর 'ব্ল্যাক লেডি' সেজে ক্যামেরাবন্দি হলেন শুভশ্রী। এদিন মঞ্চে এন্ট্রি নিয়েই 'রোমিও'র গানের তালে তাল মেলালেন দেব। তখন চারিদিকে শুধুই চিৎকার। ৯ বছর পর কাছাকাছি তাঁরা। প্রথম দেখা হওয়ার পরে কী কথা হলো তাদের?অনুষ্ঠানের সঞ্চালক রোহন ভট্টাচার্য শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে 'চ্যালেঞ্জ' সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, 'আমার সঙ্গে বন্ধুত্ব করবে?' হেসে ওঠেন সকলে। পাল্টা দেব বলেন, 'কেন?' এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, 'এমনি'। এরপরই একে অপরের দিকে 'বন্ধুত্বের হাত' বাড়িয়ে দেন দুজনে।অন্যদিকে মঞ্চে দেব শুভশ্রীকে নিয়ে বললেন, 'আমি ওর সাক্ষাৎকারগুলো দেখছিলাম। খালি ওর হাসিটা মিস করেছি। বললাম একটু হাসো।'শুভশ্রী বললেন, 'আমাদের জুটিটাকে টিকিয়ে রাখতে আমি আর দেব এতটা চেষ্টা করিনি, যতটা দর্শকরা করেছেন। কিন্তু দর্শকের ভালবাসায় আমাদের জুটি এখনও রয়ে গিয়েছে সকলের মনে।'রোহনের সঞ্চালনায় নানারকম প্রশ্নের উত্তর দিতে থাকেন দেব-শুভশ্রী। আর তাদের কথায় উৎফুল্ল হয়ে ওঠে অনুরাগীরা। শেষে দু‘জনের সেলফি তোলার মূহুর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুধু তাই নয়, দুজনে একসঙ্গে নিজেদের সিনেমার গানে পারফরম্যান্সও করলেন।