• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:০১ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৬:০১ (20-May-2024)
  • - ৩৩° সে:

রংপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

রংপুর ব্যুরো: ২০৪১ সালকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট রংপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।৯ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা তথ্য অফিসের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক (ভারপ্রাপ্ত মহাপরিচালক) সুফী জাকির হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন, উপ সচিব একে এম আজিজুল হক, গণমাধ্যম ইনিস্টিউটের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক নাহিদ নাজ, ইনস্টিটিউটের প্রোগ্রামার আব্দুস সালাম, পরিচালক নজরুল ইসলাম, উপ-পরিচালক প্রশাসন সোহেল রানা, উপ-পরিচালক চলচ্চিত্র সোহেল পারভেজ, গবেষণা কর্মকর্তা ফাহিম সিদ্দিকী, সিনিয়র জেলা তথ্য অফিসার মামুনুর রশিদ, সরকারি পরিচালক নাফিজ আহমেদ, আবু মুসা সরকার, ওমর খৈয়াম প্রমুখ।কর্মশালায় স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি নিয়ে আলোচনায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের বিশেষ ভূমিকা ও বড় দায়িত্ব রয়েছে। কারণ, সাংবাদিকদের মাধ্যমেই মানুষের দোর গোড়ায় স্মার্ট বাংলাদেশ স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি কী তা পৌঁছে দেওয়া সম্ভব। ইতোমধ্যে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পেরেছে।কর্মশালায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান মাহবুবার রহমান হাবু, বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি ইসমাইল হোসেন প্রিন্স, এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী ও সাংবাদিক লাবনীসহ গণমাধ্যম কর্মীরা। কর্মশালায় বাংলাদেশ বেতারসহ রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।