• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:৪৯:৩০ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:৪৯:৩০ (20-May-2024)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভিতে খবর প্রচারের পর কয়লা কারখানা ভেঙ্গে দিল প্রশাসন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: এশিয়ান টিভির অনলাইনে খবর প্রচারের পর গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেঙ্গে দেওয়া হয়েছে অবৈধ কয়লা তৈরির কারখানা।জানা গেছে, সাঘাটা উপজেলায় সরকারি অনুমতি না নিয়ে ১০টি কয়লার কারখানা তৈরি করেন স্থানীয় কিছু মানুষ। এতে আবাদি জমি নষ্ট ও অবাধে গাছপালা কাটায় এলাকাবাসী এসব বন্ধে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮টি কয়লা কারখানার মালিকের বিরুদ্ধে কারখানা বন্ধের নোটিশ প্রদান করে।নোটিশ প্রদানের পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও কারখানাগুলো বন্ধ না করায় সম্প্রতি এ বিষয়ে এশিয়ান টিভির অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসায় ২৩ সেপ্টেম্বর শনিবার সাঘাটা উপজেলা প্রশাসন, সাঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসব কয়লা তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের আব্দুল মতিনের কয়লা কারখানাসহ ৩টি কারখানার ২১টি মাটির তৈরি চুল্লি ভেঙ্গে দেওয়া হয়।অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন। এর আগে কয়েকদিন পূর্বে নশিরার পাড়ার বেশ কয়টি কারখানা ভেঙ্গে দেওয়া হয়।