• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ রাত ০৯:১৬:১৮ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার’

১০ আগস্ট ২০২৪ বিকাল ০৫:০৪:২৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, যারা দুর্বৃত্তপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা সরকার গ্রহণ করবে।

দ্বায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ কথা জানান।

বিবৃতিতে অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের মন্দির, উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে এক শ্রেণির দুর্বৃত্ত লুট ও নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আবার এ সংক্রান্ত কিছু গুজব প্রচারের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

সংখ্যালঘুদের ওপর এ ধরনের সহিংসতা ও হামলা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত কর্মকাণ্ড; যা দেশে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস।

বিগত এক মাস যাবত অনেক মাদরাসা শিক্ষার্থীসহ ছাত্র-জনতা রাত জেগে সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়ি-ঘর পাহারায় নিয়োজিত রয়েছেন। আমরা আশা করি, আগামীতেও তারা এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় পাশে থাকবেন।

দেশের জনগণ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা আশা করব, সকল ধর্মীয় পক্ষ সহিষ্ণুতার পরিচয় দেবে। বাংলাদেশ জাতিগত ও ধর্মীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এটি আমাদের সবসময় ধরে রাখতে হবে। এর অন্যথা হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশংকা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
চীন সফরে সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৩৭

সংবাদ ছবি
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:৫২

সংবাদ ছবি
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬




সংবাদ ছবি
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক ২
১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:০৭:১৯