• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ রাত ০৯:৪০:১২ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা দেশটাকে তার বাপের মনে করতো: রিজভী

১ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৪:৪৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। তিনি দেশটাকে তার বাপের মনে করত।

১ অক্টোবর বুধবার রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

পূজার সময় পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে বলেও এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।

Ad

রিজভী বলেন, তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক আছে, যাতে নির্বিঘ্নে পূজা শেষ হয়। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে এই ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এতদিন। এখনো প্রচেষ্টা আছে এই সম্প্রীতি ভাঙার।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছেন। দেশটাকে তার বাপের মনে করতেন। কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে।

বিএনপির এই নেতা বলেন, যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই দেশ-বিদেশ থেকে নানা চক্রান্ত করছে। গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে লড়াই করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস
১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩১:২৯





সংবাদ ছবি
নলডাঙ্গায় মাদকের ঘাঁটি ধবংস করলো ছাত্রদল
১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৯:৩১



Follow Us