• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:০১:২৭ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

জার্মানির বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির জুলাই বিপ্লবের বর্ষপূর্তি পালন

১১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৫১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জার্মানির বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট রোববার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জার্মান বিএনপি নেতা ও দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজুওয়ান ইসলাম রাজু এবং মিটিংটি পরিচালনা করেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহিউদ্দিন আল ফাতেহ এবং পরবর্তীতে জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ এবং বিগত বছরগুলোতে সরকারবিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া করা হয়। 

বিএনপি জার্মানির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা মো. মোতাহার হোসেন সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।

সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন নিজাম জুলাই বিপ্লবসহ সরকারবিরোধী সকল আন্দোলনে মিউনিখের কিছু নেতৃবৃন্দের বড় অবদানের কথা স্মরণ করেন। 

জার্মান বিএনপি নেতা মো. সাব্বির আহমেদ তার বক্তব্যে বলেন, প্রবাসী ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং প্রবাসীরা যেন বিএনপিকে ভোট দেয় সেই লক্ষ্যে প্রচারণা চালাতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হোসাইন মোহাম্মাদ বাদল, এইচ এম মুকুল, আরিফ আহেমদ সোহাগ, সাখাওয়াত হোসেন শাকিল, তানভীর আহমেদ রিজভি, মো. কামরুল ইসলাম শামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ