নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ অক্টোবর মঙ্গলবার মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাপ্ত তথ্যমতে ১৬ জনের প্রাণহানি এবং অনেক মানুষ আহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি হলেও এসবের কোনো সুষ্ঠু সমাধান কখনোই হয়নি। এসব ঘটনায় তদন্ত কমিশন গঠিত হলেও কখনোই তা আলোর মুখ দেখে না।
কল-কারখানাগুলোতে এমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে এ ধরনের লোমহর্ষক প্রাণহানির ঘটনা না ঘটে।
তিনি আরও বলেন, মিরপুরের শিয়ালবাড়িতে আরএমজি কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি।
নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available