• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আশ্বিন ১৪৩২ দুপুর ০২:০৫:১৮ (07-Oct-2025)
  • - ৩৩° সে:

আমার মেয়ের বিড়াল এখন সবার হয়ে গিয়েছে: তারেক রহমান

৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২১:১২

সংবাদ ছবি

এশিয়ান ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষা বিড়ালের সাথে তারেক রহমানের নিয়মিত ছবি দেখা যায়। বিড়ালটি তার কাছে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল এবার এর ব্যাখ্যা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।

তিনি বলেন, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।

Ad
Ad

৭ অক্টোবর সকালে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রাণী অধিকার রক্ষা বিষয়ক এক প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

Ad

তারেক রহমান বলেন, এরকম শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন, তখন আমাদের বাসায় আম্মা হাঁস মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়। উনি ছাগলও কয়েকটি পালতেন।

তো স্বাভাবিকভাবেই আপনি যেই দৃষ্টিকোণ থেকেই বলেন, পোষা কুকুর বিড়ালই বলেন, বাই দ্যা ওয়ে কবুতরও ছিল আমাদের বাসায়। শুধু কবুতর না আমাদের বাসায় একটি বিরাট  খাঁচা ছিল। সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল, বিভিন্ন রকমের এবং আবার আরেকটি খাঁচা ছিল যেটার মধ্যে একটা ময়না ছিল।

ময়নাটা আমরা বরিশাল থেকে এনেছিলাম। ও আবার বরিশালি ভাষায় কথাও বলতো। টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথাও বলতো। তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না। এই পশুপাখির প্রতি যেই বিষয়টি, এটির সাথে আমি কমবেশি ছোটবেলা থেকে জড়িত আছি। হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে। বাট এটির সাথে আমি বা আমার পরিবার, আমরা অনেক আগে থেকেই আছি।

কুকুর- বিড়াল ছিল, গরু- ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, পাখি ছিল, ময়না ছিল, কবুতর ছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির, তার প্রতি কিন্তু যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। এটি একটি বিষয়।

তিনি আরও বলেন, আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা আমরা যদি নেচার থেকেও বিষয়টি দেখি, দেখুন ওরা না থাকলে কিন্তু আমাদের জন্য বেঁচে থাকা কষ্টকর। প্রকৃতি যদি না থাকে, প্রকৃতির ব্যালেন্স যদি না থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১
৭ অক্টোবর ২০২৫ দুপুর ০১:২৮:০৫

সংবাদ ছবি
কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আটক ৩
৭ অক্টোবর ২০২৫ দুপুর ০১:১৪:৩২

সংবাদ ছবি
লক্ষ্মীপুরে শিশুকে কুপিয়ে হত্যা, বাবা আটক
৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৫৯:০২


সংবাদ ছবি
সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবরকোন্ডা
৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩৮:৫৩

সংবাদ ছবি
বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা
৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৮:২২



Follow Us