• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ সকাল ০৭:০২:২১ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচন যারা চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন আহমেদ

১৮ জুলাই ২০২৫ রাত ০৮:৫৭:১৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চাইছেন, তাদের অসৎ উদ্দেশ্য আছে।

১৮ জুলাই শুক্রবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। 

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি দল সব সময় বিভ্রান্তির রাজনীতি করেছে; তারা মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা এখন ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।

বিএনপির এ নেতা বলেন, একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে।

জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ এরপর বলেন, যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন, নতুন নতুন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, ভালো। কিন্তু কেউ যদি নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, তবে তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ