• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪৯:০৩ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সমুদ্র সৈকতে গোসলে নেমে আবারও পর্যটকের মৃত্যু

১৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:২৭

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নেমে সামির (২৩) নামের চট্টগ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে।

১৫ আগস্ট শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা ও পেশায় রেফ্রিজারেটর মেকানিক।

সামিরের বন্ধুদের বরাত দিয়ে জানা গেছে, সামির চার বন্ধুর সঙ্গে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন এবং কটেজ জোনের ক্ল্যাসিক ভিলা নামে একটি হোটেলে ওঠেন। পরে তারা শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে সামির গভীর পানিতে ভেসে যান। ঘটনাস্থলে কোনো লাইফগার্ড না থাকায় তাৎক্ষণিক উদ্ধার সম্ভব হয়নি। কিছুক্ষণ পর ঢেউয়ের তোড়ে তিনি কূলের কাছে ভেসে এলে তিন বন্ধু মিলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক নিশ্চিত করেন।

গত ছয় মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে অন্তত ১২ জন মারা গেছেন। এদের মধ্যে অনেকেই তরঙ্গ বা প্রবল স্রোতের কারণে পানিতে তলিয়ে যান। বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে পর্যটকসহ স্থানীয় যুবকদের। এছাড়া কক্সবাজার জেলার বিভিন্ন নদী, খাল ও অন্যান্য জলাশয়েও ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছে; শুধু মাত্র ২০২৫ সালের প্রথম ছয় মাসে জেলায় মোট পানিতে ডুবে মৃতের সংখ্যা প্রায় ৬২ জনে পৌঁছেছে। এসব দুর্ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা, লাইফগার্ড উপস্থিতি এবং পর্যটকদের সতর্কতা অপর্যাপ্ত থাকা একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের বন্ধুদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ