বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. তানবীরুল ইসলাম জিয়ান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. সাহরিয়ার আলম পাবেল।
১২ অক্টোবর রোববার রাতে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন ক্যারিয়ার ক্লাবের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন।
নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন তামিম আহমেদ। অন্যান্য সহ-সভাপতিরা হলেন তাসকিয়া আহমেদ রূপন্তী, ইকবাল হাসান মাহমুদ সাজিদ, আরাফ আলম, জান্নাতুল মাওয়া ইমু, মো. রেদওয়ানুর তাজিম।
বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন জানান, বার্ষিক সভার মাধ্যমে কমিটি ঘোষণা অত্যন্ত ইতিবাচক একটি দিক। আশা করা যায়, নতুন কমিটি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মশিউর রহমান খান এবং ক্লাবের মোডারেটর মামুন কবির।
নতুন নির্বাচিত সভাপতি মো. তানবীরুল ইসলাম জিয়ান বলেন, ক্যারিয়ার ক্লাব সর্বদা ইন্ডাস্ট্রি এবং একাডেমিক এর যোগসূত্র স্থাপন করেছে। গতবারের কমিটি যেমন সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে আমরা নতুনরাও সেই ধারা অব্যাহত রাখব।
ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাহরিয়ার আলম পাবেল বলেন, বুটেক্স ক্যারিয়ার ক্লাব ক্যাম্পাসে যেভাবে কাজ করেছে, সেখানে সবার ক্লাবের প্রতি নতুন প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। আশা করি, এটা আমরা পূরণ করতে পারবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available