• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে শ্রাবণ ১৪৩২ রাত ০৮:৩৪:০৯ (13-Aug-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

শিক্ষাবিদ যতীন সরকার মারা গেছেন

১৩ আগস্ট ২০২৫ বিকাল ০৫:১০:৪৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার (৯০) মারা গেছেন।

১৩ আগস্ট বুধবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

অধ্যাপক যতীন সরকার দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ‍্য গুণগ্রাহী রেখে গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম অধ্যাপক যতীন সরকারের মৃত্যুর খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনেকদিন ধরে অধ‍্যাপক যতীন সরকার কিডনি সমস‍্যা, নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ৮ আগস্ট তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেল পৌনে ৩টায় তিনি মৃত‍্যুবরণ করেন।

তাঁর মৃত‍্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন অসংখ্য গুণগ্রাহী। তারা প্রিয় মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।

অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত জানান, বিকেল ৪টা থেকে অধ‍্যাপক যতীন সরকারের মরদেহ ময়মনসিংহ উদীচী কার্যালয়ের সামনে রাখা হবে। সেখানে তার ভক্ত অনুরাগীরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তাকে নিয়ে যাওয়া হবে নেত্রকোণা শহরের সাতপাই এলাকায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় শ্মশানে দাহ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম
১৩ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১১:২০


সংবাদ ছবি
৩৩ ওষুধের দাম কমল
১৩ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৪৩:০১