• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩২ রাত ০৩:০১:০৩ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

এসআই নিয়োগের ফল প্রকাশ, ৫৯৯ জনকে সুপারিশ

২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:১৮:২৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে এসআই (সাব-ইনস্পেক্টর) পদের নিয়োগ ২০২৫ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৯৯ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

২৭ এপ্রিল রোববার পুলিশ হেডকোয়ার্টার্স ফলাফলের এ তালিকা প্রকাশ করেছে।

ফেসবুকে দেয়া এক পোস্টে বাংলাদেশ পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো।

প্রকাশিত ফলে দেখা যায়, এ বছর মোট ৫৯৯ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে মেধাভিত্তিক ৫৬৬ জনকে, মুক্তিযোদ্ধা কোটায় ৩০ জনকে, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় দুইজনকে এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় একজনকে সুপারিশ করা হয়েছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
গলাচিপায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু
১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:২৫