• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৬:৪৮ (18-Aug-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

এনআইডি সংশোধনের ৯ লাখ ৭ হাজার ৬৬২ আবেদন নিষ্পত্তি: ইসি

২ জুলাই ২০২৫ দুপুর ০১:০০:৫৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন।

২ জুলাই বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসির এই সিনিয়র সচিব বলেন, কমিশন ক্রাশ প্রোগ্রামে ব্যাপক মনোযোগ দেয়ার জন্য এ অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এছাড়া অপেক্ষমাণ আবেদনগুলোয় বিভিন্ন সমস্যা থাকায় সেগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। তবে এনআইডি সংশোধন আবেদন কমিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করছে কমিশন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠপর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ আমলে নিয়ে কাজ করছে ইসি। পাশাপাশি এনআইডির তথ্য ফাঁস হওয়া ঠেকাতে সিস্টেমে চেঞ্জ আনা হচ্ছে।

এ সময় এনআইডি সেবার ক্ষেত্রে নিজ নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সেবা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
বেরোবিতে অনশনে অসুস্থ দুই
১৮ আগস্ট ২০২৫ সকাল ০৮:০১:৪৫