• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে আশ্বিন ১৪৩২ দুপুর ১২:১৫:৩৩ (08-Oct-2025)
  • - ৩৩° সে:

ভারতে ভূমিধসে পাথর চাপায় বাসের ১৮ যাত্রী নিহত

৮ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৫৫:২৭

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি বাস। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজ্যের বিলাসপুরে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট এলাকার ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে। বাসটির ওপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

Ad

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ( এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়, এখনো পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল।

এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি অনুদান ঘোষণা দিয়েছেন।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পাহাড়টির বড় একটি অংশ বাসের ওপর ভেঙে পড়েছে এবং ভেতরে আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
এআই পার্টি ফোন নিয়ে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১০:১৬









সংবাদ ছবি
বিএনপির চীন শাখার বনভোজন অনুষ্ঠিত
৮ অক্টোবর ২০২৫ সকাল ১০:২৪:১৬


Follow Us