বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনয়ে যেমন দক্ষ, তেমনি খোলামেলা কথার জন্যও আলোচনায় থাকেন। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে মডেলিং, নাটক ও ওয়েব প্ল্যাটফর্মে সমানভাবে সক্রিয় থেকেছেন। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেমন অভিনয়ে পরিণত হয়েছেন, তেমনি ভক্তদেরও চমকে দেন নিজের উপস্থিতি আর সাহসী বক্তব্যের মাধ্যমে।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন রুনা খান। এ অভিনেত্রী বলেন, “২০০৫ থেকে ২০২৫—এই বিশ বছরে যে সব কাজের প্রস্তাব পেয়েছি, তার মধ্যে যেগুলো ভালো লেগেছে, শুধু সেগুলোই করেছি। কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে কাজ নেওয়ার প্রয়োজন হয়নি কখনো। অথচ আমার অনেক সহকর্মীর ক্যারিয়ার গড়ে উঠেছে প্রেম-বিয়ে কিংবা পরকীয়ার মতো ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে। যত দিন পরিচালকের সঙ্গে সম্পর্ক থাকে, তত দিন কাজ মেলে; সম্পর্ক শেষ হলে এক শটের কাজও মেলে না।”
এই ধরনের ব্যক্তিগত বিনিময়ের চর্চাই শিল্পী সমাজে ভণ্ডামির জন্ম দিয়েছে বলে মনে করেন রুনা খান। এ অভিনেত্রী বলেন, “পর্দায় শরীর ঢেকে লম্বা হাতার ব্লাউজ পরে অনেকে শালীনতার দাবি করেন। অথচ তাদের বাস্তব জীবন চূড়ান্ত অসততায় ভরা। তারা আজ ক্ষুব্ধ কারণ সারা যৌবন পরিচালকের প্রেমিকা হয়েও টেকসই ক্যারিয়ার গড়তে পারেননি। আর আমি কোনো প্রেম-পরকীয়া ছাড়াই কেবল কাজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছি। তাই আমার পোশাক নিয়ে আজ সমালোচনা করা হচ্ছে।”
সম্প্রতি একটি ফটোশুটকে কেন্দ্র করে রুনা খান পোশাক বিতর্কে জড়িয়ে পড়েন। সে প্রসঙ্গেও তিনি স্পষ্ট মত দেন, “পোশাকের আবার অশালীনতা কী? বোরকা যেমন পোশাক, সুইমস্যুটও তেমন। যার যা ভালো লাগে, সে তাই পরবে। অশালীন হয় কাজ, পোশাক নয়। আমাদের দেশের অনেক অভিনেত্রী ব্যক্তিগত জীবনে অশালীনতার চর্চা করেন, আর পর্দায় শালীন পোশাক পরে দর্শককে ধোঁকা দেন। আমি তো শাবানা আপা, মৌসুমী, শাবনূর, শাবনাজ—সবার ক্লিভেজ দেখেছি পর্দায়। তাহলে ২০-২৫ বছর বয়সে দেখানো যাবে, আর আমি ৪০-এ এসে দেখালে তা সমালোচনার কারণ হবে কেন?”
এদিকে, দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন রুনা খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘ঊনাদিত্য’। সম্প্রতি শেষ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিদ্রাসুর’-এর শুটিংও। সামনে নির্মাতা জুলফিকার জাহেদীর নতুন সিনেমাতেও দেখা যাবে তাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available