বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে ৪ অক্টোবর শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, বিএনপি নেতা ড. ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার শেখ মো. জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, ফকির তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীরা সাংবাদিক হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। মরদেহ এখনও খুলনা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available