গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
১৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের রেলগেইট সংলগ্ন বটতলা এলাকায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক পিপিএম। তিনি মাদক বিক্রেতা ও সেবীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী ৭ দিন সময় দিয়ে গেলাম। যারা মাদক বিক্রেতা ও মাদকসেবী, সকলেই ভালো হয়ে যান। তা না হলে কোনো মাদক কারবারী ও মাদকসেবী কেউ বাসায় ঘুমাতে পারবেন না। সকল মাদক কারবারীর স্থান হবে হাজত খানায়।" তিনি মাদক মুক্ত কাওরাইদ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব। তিনি হুঁশিয়ারি দেন যে, কাওরাইদে কোনো মাদক ব্যবসা, জমি দখল বা নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের ওপর কোনো ধরনের অত্যাচার চলবে না।
কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আফতাব উদ্দিন আতার সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহাবউদ্দিন বিএসসির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও প্রধান আলোচক ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খাইরুল কবির মন্ডল আজাদ, কাওরাইদ ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন মন্ডল। শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক রাতুল মন্ডল এছাড়া কাওরাইদ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরীও বক্তব্য রাখেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available