• ঢাকা
  • |
  • সোমবার ৫ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৫৬ (20-Oct-2025)
  • - ৩৩° সে:

কসবায় সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সহচরের শাস্তির দাবিতে মানববন্ধন

২০ অক্টোবর ২০২৫ দুপুর ০১:০৩:০৪

সংবাদ ছবি

কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহচর গ্রেফতার হওয়া সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাঁর দুই ভাই মনিরুজ্জামান ও হাফিজ উল্লাহকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।

১৮ অক্টোবর শনিবার বিকেলে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

Ad
Ad

গ্রেফতার সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত হাফেজ সফিকুল ভুঁইয়ার ছেলে।

Ad

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গ্রেফতার হওয়া সাইফুল ইসলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহচর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন ভুইয়ার নিকট আত্মীয়। তিনি উপজেলার বিনাউটি ইউনিয়নের আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। তিনি ও তার পরিবারের লোকজন বিগত আওয়ামী লীগ শাসনামলে প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানি করেছে।

বক্তারা আরও বলেন, সাইফুল ইসলাম দেশে থাকলেও তার অপর সাত ভাই বিদেশে থাকেন। বিদেশে পাঠানোর নামে অনেক লোককে হয়রানি করেছে তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিগত সরকার পতনের পর নিজেকে জামায়াতে ইসলামের নেতা দাবি করে টাকার জোরে অসহায় গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিলেন সাইফুল। সরকার পতনের পর কসবা উপজেলা ছাত্রদল নেতা শিমুলের দায়ের মামলার আসামি ছিলেন সাইফুল ইসলাম।

গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি বিনাউটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি প্রবাসী কল্যাণ সম্পাদক মনির হোসেন বাক্কু, সৈয়দাবাদ কলেজ শাখা ছাত্রদল সাবেক সভাপতি রিয়াদুল ইসলাম রিয়াদ, ভুক্তভোগী দ্বীন ইসলামসহ যুব ও মুরব্বী সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ গ্রামবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
মানিকগঞ্জ সাটুরিয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার
২০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১২:৫৪


সংবাদ ছবি
লোহাগড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৯:৫০

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৮:৩৪

সংবাদ ছবি
বকশীগঞ্জে সাপের ছোবলে ১ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৩:১৫


Follow Us