সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে প্রায় ২ হাজার গরীব রোগীদের বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও চোখে ছানী পরা রোগীদের বাছাই করা হয়েছে।
৩ অক্টোবর শুক্রবার সকালে আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ আই ট্রাষ্ট হসপিটালের উদ্যোগে এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় এই ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে চক্ষুচিকিৎসা করা হয়েছে। এছাড়া চোখে ছানী পরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাছাই করা হয়েছে। তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হবে।
ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিতে আসা বালিয়াহাটি গ্রামের বাসিন্দা জেলেকা বেগম ও আনোয়ারা বেগম বলেন, কয়েক বছর ধরে চোখের কম দেখি। এ ক্যাম্পে আসার পর এখানকার সেচ্ছাসেবীরা আমাদের বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এতে আমরা অনেক খুশি।
ছানি রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন বৃদ্ধ মজিবুর মুন্সী। এ ক্যাম্পে আসার পর তার চোখের ছানি অপারেশন বিনামূল্যে করা হবে বলে জানানো হয় তাকে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব মুজাহিদ বেগ বলেন, আমরা প্রতিবছরই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করে থাকি যাতে এ অঞ্চলের গরিব ও অসহায় মানুষ তারা তাদের দৃষ্টি ফিরে পান। তারা যেন দুনিয়ায় আলো দেখতে পান। এ ধরনের মানবিক কাজ আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আজীবন করে যাব।
তিনি আরও বলেন, ইতোপূর্বে ফরিদপুর জেলায় ৩৬ হাজারের অধিক অসহায় ও গরীব রোগীকে ফ্রি ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করেছি আমরা। তারই ধারাবাহিকতায় প্রায় ৮ শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হবে। এজন্য তাদের ঢাকা ও বরিশালে নিয়ে যাওয়া হবে। রোগীদের যাতায়াত ব্যবস্থা, থাকা-খাওয়া, ওষুধপত্র ও চশমাসহ যাবতীয় আর্থিক সহায়তা করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available