• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ রাত ০৯:৩৮:৫৯ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় মাদকের ঘাঁটি ধবংস করলো ছাত্রদল

১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৯:৩১

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: মাদক নিমূল করতে,মাঠে নেমেছে ছাত্রদল। তারই অংশ হিসাবে নাটোরের একটি মাদকের কারখানা গুড়িয়ে দিয়েছে পুলিশ প্রসাশন ও ছাত্রদলের নেতাকর্মীরা।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,মাদকের কারখানায় সন্ধান পেয়ে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় স্থানীয় এলাকাবাসী নলডাঙ্গা উপজেলা ছাত্রদলকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা ছাত্রদল,নলডাঙ্গা থানা প্রসাশন উপজেলার ব্রহ্মপুরের মাদক বিরোধী অভিযান চালায়। সেখানে মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি পুড়িয়ে ধবংস করে পুলিশ প্রসাশন ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Ad
Ad

নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, এ সময় উপজেলার ব্রহ্মপুর পশ্চিমপাড়া আব্দুল মালেকের ছেলে মাহবুবুরের বাড়ির ভিতরে মাদকের কারখানা থেকে একটি নীল প্লাষ্টিকের ড্রামে ৪৭ লিটার দেশীয় চোলাই মদ তৈরীর তরল কাচাঁমাল,৬টি ছোট বড় এলোমিনিয়ামের পাতিল,একটি নীল প্লাষ্টিকের ড্রাম,২২টি স্পিডের বোতলে সাড়ে ৫ লিটার চোলাইমদ যব্দ করে।

Ad

মাহাবুর রহমান (৩০) শামিম ইসলাম (৩০) ও আপন হোসেন (২১) নামের তিনজনকে গ্রেফতার করে নলডাঙ্গা থানা পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে তাদের মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। ব্রহ্মপুরের আব্দুল মালেকের ছেলে মাহাবুর রহমান, রামশার কাজীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শামিম হোসেন এবং ব্রহ্মপুর গ্রামের আবজাল মৃধার ছেলে আপন হোসেন।

মাদক বিরোধী কার্যকমে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল বাকী সুমন, ব্রহ্মপুর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্রহ্মপুর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়ায়ের আহম্মেদ, ছাত্রদল সদস্য মুক্তার হোসেন, জোয়ান,আব্দুল আলীমসহ অনেকে।

ছাত্রদল নেতা বলেন,মাদকের বিরুদ্ধে আমরা ছাত্রদল সব সময় সোচ্চার আছে। যেখানেই মাদক খবর পাওয়া যাবে। সেখানে প্রসাশনের সহযোগিতায় প্রতিহত করা হবে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা রফিকুল ইসলাম বলেন, চোলাই মদ তৈরির সময় তাদের গ্রেফতার করা হয় এবং মাদক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস
১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩১:২৯





সংবাদ ছবি
নলডাঙ্গায় মাদকের ঘাঁটি ধবংস করলো ছাত্রদল
১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৯:৩১



Follow Us