বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।
৬ অক্টোবর সোমবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামিউল হক (৪২) , উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (৫০), আলমগীর বাদশা (৪০) ও মোতালেব মিয়া (৪৭)।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নাশকতা ও অন্যান্য মামলায় আটকের পর তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available