• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:৫৪:৩৮ (09-Oct-2025)
  • - ৩৩° সে:

হতদরিদ্র সেই মোস্তাকিনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন তারেক রহমান

৯ অক্টোবর ২০২৫ সকাল ১০:১৩:৩২

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি: বুক দিয়ে ঘানি টানা হতদরিদ্র মোস্তাকিনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়নখাল গ্রামের বয়স্ক মোস্তাকিন দম্পতির বুক দিয়ে ঘানি টানার খবর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ পায়। গরু কেনার সামর্থ্য না থাকায় এই বয়স্ক দম্পতি প্রায় তিন যুগ ধরে বুক ও কোমর দিয়ে ঘানি টেনে জীবিকা নির্বাহ করছেন। এ সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।

Ad
Ad

বিভিন্ন মিডিয়ায় এই খবর দেখে তিনি মানবিক ‘আমরা বিএনপি পরিবার’ ওই সংগঠনকে অসহায় মোস্তাকিন দম্পতি পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশনায় আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন মোস্তাকিনের বাড়িতে যাবেন।

Ad

তারা ওই দম্পতির পরিবারের হাতে দুটি অটোরিকশা এবং মোস্তাকিনের মেজো ছেলে শাহাজাহানের জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us