• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৬:৫৬ (02-Oct-2025)
  • - ৩৩° সে:

নবীনগরে বন্দুকসহ যুবক গ্রেফতার

২ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:২১:১৪

সংবাদ ছবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় বন্দুকসহ মো. খান সাহেব (৩৯) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

২ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পুলিশের দল এ অভিযান পরিচালনা করে। এ সময় শ্যামগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবনগর ইরা কাজীর বাড়ি এলাকা থেকে যুবককে আটক করা হয়।

Ad
Ad

আটক যুবক সাহেবনগর ইরা কাজীর বাড়ির স্থায়ী বাসিন্দা। তার পিতা মো. শুক্কু মিয়া এবং মাতা মৃত আম্বিয়া বেগম।

Ad

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, আটককৃত খান সাহেব প্রায় সময় নদীপথে অস্ত্রের মহড়া দিত। কয়েকদিন আগে পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নদীপথ দিয়ে যাওয়ার সময় তার দিকে লক্ষ্য করে গুলিও ছোড়ে সে। খান সাহেবের বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা, বিস্ফোরক মামলা ও অস্ত্র মামলাসহ অসংখ্য মামলা চলমান আছে।

ওসি আরও বলেন, অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ খান সাহেবকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে  আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে ।

এদিকে আটক খান সাহেবকে নিঃশর্ত মুক্তি দিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সাহেবনগর গ্রামের সচেতন জনগণের ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মানববন্ধনও করে। তাদের দাবি বিষয় টি সাজানো, তার নিকট আত্মীয় কে দেখতে আসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ
২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৫৩





সংবাদ ছবি
ভক্তদের চোখের জ্বলে মা দুর্গার বিদায়
২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৬:৫০




Follow Us