স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।
৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ডের মিজমিজি তালতলা গাজী ভবন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশার ওষুধ স্প্রে করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু।
প্রধান অতিথির মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, সারাদেশে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয়েছে তা একক ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দেশের প্রত্যেকটি জনগণ যখন সচেতন হবে এবং যার যার বাড়ি-ঘরের আশ-পাশ পরিচ্ছন্ন রাখবে তখন কিন্তু ডেঙ্গুর লার্ভাটা জন্ম নিবে না। এজন্য আমি নিরাপদ থাকব এবং আমার চারপাশে যারা থাকবে তারাও নিরাপদ থাকবে। সকলের নিরাপত্তার জন্যে সবাইকে যার যার দায়িত্ব পালন করলে সকলেই উপকৃত হব।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, এ এম কর্নেল, সদস্য সোহাগ মিয়া, শহিদুল ইসলাম প্রিন্স, ইঞ্জি. রাসেল, জাহিদুল ইসলাম রনি, ইব্রাহিম, নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী জুবায়ের, সাধারণ সম্পাদক প্রার্থী শাকিল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর হোসেন, সুমন ও গাজী স্বপনসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available