রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের এমপি প্রার্থী পরিবর্তন করেছে। পূর্বে ঘোষিত প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামানের অনুরোধে তার পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে ডা. এ টি এম রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে।
১১ অক্টোবর শনিবার বিকালে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৭ আসনের পরিচালক অধ্যাপক ফজলুল করিম। অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, ডা. এ টি এম রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা মুফাসসির পরিষদের সহসভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন এবং সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন প্রমুখ।
দায়িত্বশীল সমাবেশ থেকে আগত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিমকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জানা যায়, ডা. এ টি এম রেজাউল করিম বর্তমানে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available