শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ এবং দুই মাদকসেবীকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আক্তারুজ্জামান-এর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
১১ অক্টোবর শনিবার রাতে গাড়ারণ উত্তর পাড়া গ্রামে সংঘটিত এই হামলায় দুই শিক্ষার্থীসহ পরিবারের অন্তত ৫ জন সদস্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে গাড়ারণ গ্রামের একটি দোকানে মাদক সেবনের সময় দুইজনকে আটক করে পুলিশে দেওয়ার চেষ্টা করেন স্থানীয় জনতা।
এতে ক্ষুব্ধ হয়ে মাদকসেবীরা সংঘবদ্ধভাবে প্রথমে বিএনপি নেতা আক্তারুজ্জামানের ওপর হামলা চালায়।
পরে তারা নেতার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীসহ পরিবারের পাঁচ সদস্য রয়েছেন।
ঘটনার পরদিন রবিবার (১২ অক্টোবর) রাতে বিএনপি নেতা আক্তারুজ্জামান বাদী হয়ে শ্রীপুর থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী বিএনপি নেতা আক্তারুজ্জামান জানান, তার পরিবারের সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় গ্রাম সরকার মোহাম্মদ আলী জানিয়েছেন, গাড়ারণ উত্তর পাড়ায় মাদকসেবীদের অবাধ বিচরণ রয়েছে এবং স্থানীয়রা প্রতিবাদ করলেই তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীরা আতঙ্কে বিদ্যালয়ে যেতে পারছে না বলে অভিযোগ উঠেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক নিশ্চিত করেছেন, স্থানীয়রা মাদকসেবীদের আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠিন অবস্থানে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available