লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ শোয়াইব আহমেদের একটি ভিডিও বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরে ২১ অক্টোবর মঙ্গলবার জেলার পাটগ্রাম উপজেলা আমীর বক্তব্যের বিষয়ে দুঃখপ্রকাশ করেন।
জানা গেছে, এর আগে গত ২০ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত জামায়াতের উঠান বৈঠকে ওই বক্তব্য প্রদান করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা, উপজেলা শিবির সভাপতি আলমগীর খোরশেদসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
বৈঠকের সময় হাফেজ শোয়াইব আহমেদের বক্তব্যের কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা দায়িত্বশীল হিসেবে এখনো কোনো কঠিন কথা বলি নাই। যদি কোনো কঠিন কথা বলতে বাধ্য করেন, তাহলে চামড়া পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, পিঠের চামড়া তুলে দেওয়া হবে। কোনো মায়ের পুত নাই আমাদের সামনে কথা বলে। আমরা এখনো আঙ্গুল বাঁকা করি নাই। তোমরা কত বড় মাস্তান হয়েছো, তোমরা কত মায়ের দুধ খেয়েছ, তোমাদের মুখ চিপ করে দুধ বের করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা মুখ খারাপ করতে চাই না। এত বড় সাহস কোথায় পেলেন মিয়ারা, প্রোগ্রামে বাধা দেন। সামনে কথা হবে।’
বক্তব্যটি ফেসবুকে প্রকাশের পর নিজ দলের মধ্যেই সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বক্তব্যটিকে আপত্তিকর আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক মন্তব্য করেন। পরবর্তীতে অনেকে ভিডিওটি তাদের প্রোফাইল থেকে সরিয়েও ফেলেন।
এ বিষয়ে জানতে চাইলে হাফেজ শোয়াইব আহমেদ বলেন, ‘সারা দেশের মতো পাটগ্রামেও আমাদের বিভিন্ন উঠান বৈঠকে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাধা প্রদান করে আসছে। সম্প্রতি মহিলা জামায়াতের এক নেত্রীকে ধাক্কা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। জোংড়ার বৈঠকেও অনেকে উপস্থিত হতে বাধা পেয়েছেন ও হুমকি পেয়েছেন। এজন্য সার্বিকভাবে এ বক্তব্য দিয়েছি।’
তবে তিনি যোগ করেন, “যদি কারও কাছে আমার বক্তব্যের কোনো বাক্য আপত্তিকর মনে হয় বা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available