সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে রসুলপুর মেহেদীবাগ এলাকায় অবস্থিত আর টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
১ অক্টোবর বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, গত রাত সাড়ে আটটার দিকে দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে বারোটার দিকে তিনি বাড়ি ফিরে দেখতে পান-প্রধান গেট ও সিঁড়ির ক্লাপ সেবল গেট খোলা। দোতলার রুমের দুটি তালা ভেঙে অজ্ঞাত দুর্গতরা ঘরের সকল আসবাবপত্র তছনছ করে। স্টিলের আলমারির লকার ও বেডরুমের আলমারির তালা ভেঙে সদ্য ট্রাক বিক্রি করা নগদ নয় লক্ষ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণ অলংকারসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ ঘটনায় শহরের সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনাটি সাতক্ষীরার পুলিশ সুপারকে অবহিত করা হলে রাতে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available