• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে আশ্বিন ১৪৩২ রাত ১০:৩১:২০ (12-Oct-2025)
  • - ৩৩° সে:

ঢাকার সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু

১২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৫৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট আইসিসিএল গোরমে চালু করা হয়েছে। এখানে ভোজনপ্রেমীরা অসাধারণ ও মুখরোচক সব খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ পাবেন।

১১ অক্টোবর শনিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আইসিসিএল গোরমে চালু করা হয়।

Ad
Ad

আয়োজন উপলক্ষে আইসিসিএলে উপস্থিত ছিলেন স্বনামধন্য গণমাধ্যমকর্মী, প্রভাবশালী করপোরেট ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার, ফুডব্লগার, সঙ্গীতশিল্পী, সরকারি কর্মকর্তা সহ আইসিসিএলের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

Ad

অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীদের লাইভ মিউজিকের মধ্য দিয়ে আইসিসিএল গোরমের কার্যক্রম চালু হয়। পাশাপাশি, লাইভ মিউজিক উপস্থাপনের জন্য সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনের ব্যবস্থা রয়েছে এখানে। একইসাথে, অনন্য মিষ্টান্নের সমাহার ‘মিষ্টিবেক’ চালু করা হয়েছে।

আন্তর্জাতিক মানের এই কনভেনশন সেন্টারে এখন একই ছাদের নিচে মিলবে অসাধারণ সব খাবার। খুব শীগ্রই আইসিসিএলে অথেনটিক ইন্ডিয়ান স্ট্রিট ফুডের আউটলেট ‘চাটওয়ালা’ আর বাচ্চাদের জন্য কিডস জোন চালু হতে যাচ্ছে। আইসিসিএলের কিচেনেও দেখা মিলবে অত্যাধুনিক সব প্রযুক্তির। দেশ ও দেশের বাইরের দক্ষ শেফরা এখানে একত্রিত হয়েছেন। নির্ভরযোগ্য ও বিশ্বমানের সেবা, সুবিশাল হল, সুবিন্যস্ত পার্কিং, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং দক্ষ ও সহযোগিতা-পরায়ণ কর্মীদল আইসিসিএলকে বাকিদের চেয়ে অনন্য করে তুলেছে। মুখরোচক সব খাবারের জন্য এখন শহরের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে এই কনভেনশন সেন্টারটি।

এ বিষয়ে আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “এখন শহরের সবচেয়ে বড় লাইভ মিউজিকের সুব্যবস্থা নিয়ে এসেছে আইসিসিএল। অত্যাধুনিক কিচেন, বিশ্বমানের সেবা আর কর্মীদের নিরলস প্রচেষ্টা যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, ঠিক সেভাবেই এই লাইভ মিউজিক, মুখরোচক খাবার ও সুবিশাল স্ক্রিনও মানুষের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছি আমরা।”

অনুষ্ঠানে আগত অতিথিরা সুস্বাদু খাবারের পাশাপাশি, লাইভ মিউজিক উপভোগ করেন। এসময় তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আইসিসিএল গোরমের লাইভ মিউজিক মানুষের মাঝে ইতিবাচক ধারণার বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

আইসিসিএল সম্পর্কে ঢাকার মিরপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল) কর্পোরেট ইভেন্ট, বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য আদর্শ স্থান। এই বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে আইসিসিএল প্রতিটি ইভেন্টকে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করছে; প্রতিটি ছোটো-বড়ো বিষয়ে গভীর মনোযোগ দিচ্ছে, আয়োজন নিখুঁতভাবে বাস্তবায়ন করছে এবং পেশাদারিত্বের সাথে যথাযথ সেবা নিশ্চিত করছে। আইসিসিএলে ১৪,০০০ বর্গফুট আয়তনের দুইটি প্রশস্ত হল রয়েছে, যা রাউন্ড-টেবিল স্টাইলে ৮০০ অতিথি ও থিয়েটার স্টাইলে ১,২০০ অতিথি ধারণ করতে সক্ষম। এতে স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও স্টাইলাক্স লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে; যা আইসিসিএলে ইভেন্ট আয়োজনের জন্য আরও নিখুঁত পরিবেশ তৈরি করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
সত্যিই কি ভেঙে ফেলা হচ্ছে আইফেল টাওয়ার
১২ অক্টোবর ২০২৫ রাত ০৮:১৮:৪৮




সংবাদ ছবি
আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন
১২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৯



Follow Us