লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা। ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে এ ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীম (১৯)। নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই বাড়ির পুরুষ সদস্যরা সবাই সোনাপুর বাজারে দোকানে ছিলেন। সে সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা-মেয়েকে গলা কেটে হত্যা করে। এসময় ওই ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। রাতের দিকে বাজার থেকে ফিরে মিজানুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি এসে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ দেখতে পান।
প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন, মিজানুর রহমানসহ বেশ কয়েকজন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। মা-মেয়েকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, ‘পিবিআইয়ের একটি তদন্ত টিম ঘটনাস্থলে যাচ্ছে। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।’
উল্লেখ্য, এর আগে গত ১৩ মে রাতে একই উপজেলার কালুপুর গ্রামের ক্বারি সাহেবের বাড়িতে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available